Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
আগৈলঝাড়ায় নারী খেলোয়ারদের জুতা উপহার দিলেন ইউএনও
বিস্তারিত

জুতা ছাড়া বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশ গ্রহন করা শ্রীমতি মাতৃ মঙ্গল বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলার জুতা উপহার দিলেন আগৈলঝাড়ার ইউএনও বিপুল চন্দ্র দাস।
মঙ্গলবার দুপুরে ইউনও বিপুল চন্দ্র দাস তার কার্যালয়ে উপজেলা সদরের শ্রীমতি মাতৃ মঙ্গল বালিকা বিদ্যালয়ের ক্রীড়া টিমের শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে খেলঅর নতুন জুতা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, একাডেমীক সুপারভাইজার প্রাণ কুমার ঘটক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সরদার হারুন রানা, বিদ্যালয় প্রধান শিক্ষক হারুন-অর-রশিদ, সহকারী প্রধান শিক্ষক নির্মলেন্দু বাড়ৈ প্রমুখ।
প্রসংগত, উল্লেখিত বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলার জুতা না থাকায় সম্প্রতি খালি পায়ে তাদের বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে হয়েছিল। খেলায় সরকারী বরাদ্দ ও স্থানীয় অনুদান থেকে বাঁচানো অর্থে ওই শিক্ষার্থীদের নিয়মিত খেলার জন্য জুতার ব্যবস্থা করে দেন নির্বাহী অফিসার (ইউএনও) বিপুল চন্দ্র দাস। নির্বাহী অফিসার ওই বিদ্যালয় পরিচালনার এডহক কমিটিরও সভাপতি।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
15/10/2019
আর্কাইভ তারিখ
26/02/2020